চাটগাঁ নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রয়াত বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের দাফন নিয়ে আবারও সিদ্ধান্ত বদল হলো। বর্তমানে তার মেয়ে বিদেশে অবস্থান করছেন। তিনি ২২ ডিসেম্বর দেশে ফিরে হাসান আরিফের দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এই তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এর আগে রিজওয়ানাসহ একাধিক উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন শনিবারই হতে চলেছে হাসান আরিফের দাফন।
শেষতক রিজওয়ানা জানান, হাসান আরিফের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি সাত নম্বর জামে মসজিদে, দ্বিতীয় জানাজা শনিবার সকাল ১১টায় হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে। আর দাফনের সিদ্ধান্ত মেয়ে বিদেশ থেকে ফেরার পর।
শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হাসান আরিফকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর, গত আট আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ

 
															
 
								




