চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে এক খামারির মাথায় অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ৬টি গরু, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মধ্য রাতে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ডেবারকুল আবদুল হাই মেম্বারের বাড়িতে এ লুটের ঘটনা ঘটে।
নিয়ে যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ১২ লক্ষাধিক টাকারও বেশি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ খামারি জসিম উদ্দীন।
স্থানীয় আবদুল হাই মেম্বার জানান, মঙ্গলবার গভীর রাতে ১২ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জসিমের খামারে হানা দেয়। এসময় তারা খামারে প্রবেশ করে গরু ট্রাকে তোলার সময় টের পেয়ে খামারের মালিক জসিম ঘরের দরজা খোলার সাথে সাথে জসিম ও তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেঁধে ফেলে সন্ত্রাসীরা।
পরে তারা খামার থেকে সবচেয়ে বড় সাইজের ৬টি গরু ট্রাকে তুলে ফেলে। কয়েকজন ঘরে প্রবেশ করে একজোড়া স্বর্ণের কানফুল, ১টি আংটি ও নগদ ৫-৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে সন্ত্রাসীরা খোদারহাট ব্রীজ পার হয়ে সাতকানিয়ার দিকে চলে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভিকটিম খামারি জসিম উদ্দীন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/জেএইচ







