পড়া হয়েছে: 319
			
চাটগাঁ নিউজ ডেস্কঃ কর্ণফুলী নদীর বাকলিয়া অংশে এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাকলিয়া থানার মন্দিরঘাটন এলাকায় কর্ণফুলী নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ চাটগাঁ নিউজকে জানান, নদীতে নোঙর করা দুটি জাহাজের মধ্যে ভাসমান অবস্থায় প্রায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স অনুমানিক ৬-৭ বছর। তার পরনে খয়েরি রঙের জামা ছিল।
চাটগাঁ নিউজ/এসবিএন

															
								




