পড়া হয়েছে: ১২৩
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরে শাটল ট্রেনের ধাক্কায় লেগুনা গাড়ির দুই যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার দুই নাম্বার গেইট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট পূর্ব মুরাদপুর এলাকার মো. আজিজ (৪৮) এবং নগরের হালিশহর এসওএস শিশু পল্লী এলাকার আমির হোসেন (১৭)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ট্রেনের ধাক্কায় লেগুনা গাড়ির আহত ২ জনকে চমেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাদের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।
চাটগাঁ নিউজ/এমআর