পড়া হয়েছে: ১০৯
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের অক্সিজেন রৌফাবাদ এলাকায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভবনটি হেলে পড়ে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা জালাল আহমেদ।
জালাল আহমেদ জানান, রৌফাবাদ আবাসিক এলাকায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।