পড়া হয়েছে: ৩৫
চাটগাঁ নিউজ ডেস্ক : পবিত্র হজব্রত পালন শেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইটে ৩৮৮ জন হাজি ফিরে এসেছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে হাজিদের বহনকারী বিজি-১৩৬ ফ্লাইটটি অবতরণ করে।
এ বছর সর্বশেষ ৯ জুন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ হাজার ৬২০ জন পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ সম্মানিত হাজিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান। এ সময় সিএএবির কর্মকর্তাবৃন্দসহ ডিজিএফআই, এনএসআই, কাস্টমস, বাংলাদেশ বিমানসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এসএ