৮ ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যা, মা কুকুরের আর্তনাদ

চাটগাঁ নিউজ ডেস্ক: বাসার দরজায় ডাকাডাকি করছিল ছোট্ট ছানাগুলো। বিরক্ত হয়ে বস্তায় ভরে ছানাগুলোকে পুকুরে ফেললেন এক নারী। মুহূর্তেই থেমে গেল আটটি নিষ্পাপ প্রাণের শ্বাস। পাড়ে দাঁড়িয়ে কাঁদতে লাগল মা কুকুরটি। ঘটনার পর প্রতিবেশীরা স্তব্ধ।

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক এলাকায় ঘটেছে এ হৃদয়বিদারক ঘটনা। অভিযুক্ত নারীর নাম নিশি রহমান। তিনি ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী।

সোমবার (১ ডিসেম্বর) সকালে ঘটে যাওয়া ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। পুকুরের ধারে মা কুকুরটির গগনবিদারী চিৎকার দেখে উপস্থিত মানুষের চোখে পানি চলে আসে। আটটি নিথর দেহ আর মায়ের আর্তনাদ যেন মানবতার কাছে নীরব প্রশ্ন ছুড়ে দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের ডাকা জরুরি সভায় অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক সরকারি বাসা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

ছানাগুলোর মালিক ছিলেন সদ্য বদলি হওয়া ঈশ্বরদীর সাবেক নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাশ। বর্তমানে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত। কুকুরছানা হত্যার খবর পেয়ে তিনি বলেন, ‘আমি ওদের সবকিছু ঠিকভাবে দেখভালের ব্যবস্থা করেই এসেছিলাম। আজ এমন নিষ্ঠুর খবর শুনে মর্মাহত। আইনগত ব্যবস্থা নেব।’

বর্তমান ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা জরুরি বৈঠক করেছি। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

হাসানুর রহমান নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার স্ত্রী বিরক্ত হয়ে ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। তার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। অভিযুক্ত নিশি রহমান ঘটনাটি স্বীকার করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, ‘এমন নিষ্ঠুরতার কোনো জায়গা নেই। আইনগত প্রক্রিয়াও চলবে।’

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top