৭ দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা

চাটগাঁ নিউজ ডেস্ক: ৩১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শুক্রবার (২৪ জানুয়ারি) শিক্ষক প্রতিনিধি মনিবুল হক বসুনিয়া এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, আজ আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০ গ্রেড বাস্তবায়নের দাবির স্মারকলিপি জমা দিয়েছি। বর্তমানে প্রধান উপদেষ্টা বিদেশে অবস্থান করছেন। সেজন্য আমাদের অপেক্ষা করতে বলা হয়েছে। আমরা কর্তৃপক্ষের অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে ১০ম গ্রেট বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। যদি এই সময়ের মধ্যে দাবি আদায় না হয় তাহলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

মনিবুল হক বসুনিয়া বলেন, আমরা আর ঢাকায় আসবো না। স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করব। তবে আমরা প্রত্যাশা করছি, এর মধ্যেই আমাদের এই দাবি বাস্তবায়ন করা হবে।

আরেক শিক্ষক প্রতিনিধি খাইরুন নাহার লিপি বলেন, আমরা আজ শান্তিপূর্ণ আন্দোলন করেছি। তবে এর জেরে যদি দেশের কোনো প্রান্তে আমাদের সহকর্মীকে হয়রানি করা হয় তাহলে আমরা রাস্তায় নেমে আসবো। আমরা প্রত্যাশা করছি, আমাদের এই দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ সদয় হবেন।

এর আগে বিকেল ৫টার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দিতে যান শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন— মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম এবং খায়রুন নাহার লিপি।

শিক্ষকদের অবরোধ প্রত্যাহারের ফলে যান চলাচল স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড তুলে নিতেও দেখা গেছে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top