৭ ঘণ্টা পর খুলল চবির প্রশাসনিক ভবনের তালা

চাটগাঁ নিউজ ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে উপ-উপাচার্যের (একাডেমিক) পদত্যাগের দাবিতে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা দীর্ঘ ৭ ঘণ্টা পর তালা খুলে দেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অবস্থানরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে দেন।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে আমরা আপাতত আমাদের কর্মসূচি স্থগিত রেখেছি। তবে উপ-উপাচার্যের পদত্যাগের দাবি অব্যাহত থাকবে। তার বিতর্কিত বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আমরা অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে তারা আগামীকালের মহান বিজয় দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। এ কারণে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

এর আগে, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের পদত্যাগের দাবিতে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে রাত সাড়ে ৮টার দিকে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রেখে প্রশাসনিক ভবনের তালা খুলে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ও জিরো পয়েন্ট এলাকায় ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পরবর্তীতে উভয় সংগঠন নিজ নিজ কর্মসূচি বিস্তৃত করে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

চাটগাঁ নিউজ/এসএ

আজ থেকে শুরু হচ্ছে স্কুল ফিডিং কার্যক্রম

ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন দাঁড়াল সোয়া ২ লাখ

 

Scroll to Top