রাউজান প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ৭ম বারের মত এবিএম ফজলে করিম চৌধুরীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় মিষ্টি বিতরণ, খতমে কোরআন, দোয়া-মাহফিল, আনন্দ মিছিল ও উল্লাসে মেতে উঠেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ ও সর্বস্তরের জনতা।
রবিবার (২৬ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারকালে রাউজান উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে জড়ো হন দলীয় নেতাকর্মীরা। চট্টগ্রাম সংসদীয় আসন -৬ রাউজানের প্রার্থী হিসেবে এবিএম ফজলে করিম চৌধুরীর নাম ঘোষণার সাথে সাথে উল্লাসে মেতে উঠেন নেতাকর্মীরা। কার্যালয় হতে বের হয়ে আনন্দ মিছিল মুন্সিরঘাটা দলীয় কার্যালয়ের বের হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে সূর্যসেন চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সভা শেষে সমাপ্তি ঘটে।
সেখানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, বিএম জসিম উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, জসিম উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দিন চৌধুরী, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা সারজু মো. নাছির, আজিজ উদ্দিন ইমু, আহসান হাবীব চৌধুরী হাসান, তপন দে, আবু সালেক, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা দীপলু দে দীপু, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, অনুপ চক্রবর্তী, মো. আসিফ, মনির তালুকদার, মো. তারেকসহ আরো অনেকেই। এই সময় নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়নের স্থায়ী কার্যালয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল বের হয়। জলিল নগর মসজিদে তাৎক্ষণিক শোকরানা মাহফিল ও খতমে কোরআনের আয়োজন করেন উপজেলা যুবলীগ নেতা আজিজ উদ্দিন ইমু। মাহফিল পরিচালনায় ছিলেন রাউজান সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন।
উল্লেখ্য, এবার চট্টগ্রাম সংসদীয় আসন-৬ রাউজান থেকে ৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। যাচাই-বাছাই ও নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৭ম বারের মত এবিএম ফজলে করিম চৌধুরীর উপর আস্থা রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।