পড়া হয়েছে: ৩৪
সিপ্লাস ডেস্ক: আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ শনিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পের পর ধারাবাহিকভাবে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭ এবং ৬ দশমিক ২ মাত্রার আফটার শক অনুভূত হয়েছে।
ফরাসি বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, হেরাত শহর থেকে তাদের প্রতিবেদক জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ভূমিকম্প আঘাত হানলে বাসিন্দা ও দোকানিরা ভবন ছেড়ে বাইরে বের হয়ে আসেন। এখন পর্যন্ত কোনো ভবন ক্ষতিগ্রস্ত বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মানুষ উদ্বিগ্ন ও আতঙ্কিত। নারী-পুরুষ ও শিশু প্রত্যেকে তাদের ঘরের বাইরে। কেউ ঘরের ভেতরে থাকতে চাচ্ছে না।