চাটগাঁ নিউজ ডেস্ক : প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বুধবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সেপ্রেস ছেড়ে যায়।
এদিন দুপুরে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালীর আমতলীতে রেললাইন অবরোধ করে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জানা গেছে, কমলাপুর স্টেশনে আটকা পড়েছে ৮টি ট্রেন। এ ছাড়া ঢাকার বাইরে থেকেও কোনো ট্রেন রাজধানীতে প্রবেশ করতে পারেনি। সবশেষ ঢাকা থেকে চলন্তিকা এক্সপ্রেস যেতে পেরেছে, ঢাকায় ঢোকার পথে বনলতা, সিল্ক সিটি, চট্টলা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
রেল কর্তৃপক্ষ জানায়, কারওয়ানবাজার রেল ক্রসিং শিক্ষার্থীরা অবরোধ করে দেওয়ায় প্ল্যাটফর্মে কোনো ধরনের ট্রেন আসেনি।
সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সারাদেশে চালিয়ে যাচ্ছেন এ কর্মসূচি। আজ বুধবার সকাল ১০টা থেকে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
চাটগাঁ নিউজ/এআইকে