চাটগাঁ নিউজ ডেস্ক: অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশের সহায়তা নিয়ে ৬ ঘণ্টার পর সচিবালয় থেকে বের হতে পেরেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে তিনি সচিবালয় ত্যাগ করেন।
এর আগে দুপুর আড়াইটা থেকে সচিবালয়ে কর্মরত সরকারি চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার সরকারি প্রজ্ঞাপন (জিও) জারির দাবিতে করা আন্দোলনের সময় তাকে অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা-কর্মচারীরা।
অর্থ উপদেষ্টাকে উদ্ধারে সচিবালয়ে পুলিশ ডেকেছিল কর্তৃপক্ষ। পুলিশের একটি বিশেষায়িত ইউনিটের সদস্যরা এসে আন্দোলনকারীদের বাঁশি বাজিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এক পর্যায়ের তাদের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। এতে বিক্ষোভকারীরা অসন্তুষ্ট পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সচিবালয়ে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। রাত ৮টার দিকে পুলিশের একটি বিশেষায়িত ইউনিটের সদস্যরা এলে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হন। পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বললে তারা সচিবালয়ের সিঁড়ির সামনে ও গেটে বসে পড়েন। এ সময় তারা ‘সচিবালয়ে পুলিশ কেন গায়ে হাত দিলো- জবাব চাই, জবাব চাই’ স্লোগান দেন। একইসঙ্গে তারা ‘ভুয়া ভুয়া’ ‘জিও চাই জিও চাই, জিও ছাড়া উপায় নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে সন্ধ্যা সাড়ে পাঁচটার পর থেকে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরের সামনে শত শত কর্মচারী জড়ো হন। তাদের অবরোধে দপ্তরের ভেতরেই আটকে পড়েন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।
সচিবালয়ের বর্তমান পরিস্থিতিতে কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। তাদের বক্তব্য সংগ্রহ করাও সম্ভব হয়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ






