৫ মে হরতালের ডাক আহলে সুন্নাত ওয়াল জামাতের

নিজস্ব প্রতিবেদক : আগামী ৫ মে সারাদেশে হরতালের ঘোষণা দিয়েছে ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’। মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যানারে বিশাল এক সমাবেশের আয়োজন করে চট্টলার সুন্নী জনতা।

আজ শনিবার (৩ মে) বিকালে ঐতিহাসিক লালদিঘী ময়দানে আয়োজিত সে সমাবেশ থেকেই এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশের সভাপতিত্ব করা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মুফতি অছিউর রহমান আল কাদেরী এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, সুন্নী জনতার প্রতি এত বৈষম্য কেন? মাওলানা রইস উদ্দীনকে মিথ্যা অপবাদে হত্যার পর এখনও কেন খুনিদের গ্রেপ্তার করা হলো না। ৫ আগস্টের মত পরিস্থিতি আর সৃষ্টি না করতে চাইলে রইস হত্যার দ্রুত বিচার করুন।

সমাবেশ থেকে আগামীকাল রবিবার (৪ মে) ‘মার্চ টু গাজীপুর’ সফল করার আহ্বানও জানানো হয়।

সমাবেশে আরো বক্তব্য রাখেন— শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মুফতি আবুল কাশেম ফজলুল হক, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, অধ্যক্ষ আবুল কালাম আমিরী, আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী, আল্লামা আনিসুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যাপক জালাল উদ্দীন আজহারী, ফজলুল করিম তালুকদার, মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, অধ্যক্ষ জসিম উদ্দীন তৈয়্যবী, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ হেলাল উদ্দীন, অধ্যক্ষ ইব্রাহিম আখতারী, অ্যাডভোকেট মোখতার আহমদ ছিদ্দিকী, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, আবদুল করিম তারেকসহ আহলে সুন্নাত ওয়াল জমাআতের পীর-মাশায়েখ ওলামায়ে কেরামবৃন্দ।

সমাবেশে আল্লামা মঈনুদ্দিন আশরাফী বলেন, বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি দেশে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার এত বছর পার হলেও ফারুকী হত্যার বিচারের কোন অগ্রগতি হয়নি। এবার গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। এভাবে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচার বহির্ভূত হত্যা বন্ধ ও মব সৃষ্টিকারীদের শাস্তির বিকল্প নাই।

অথচ, পুলিশ প্রশাসন মামলা পর্যন্ত নেয়নি। পুলিশ কার ইন্ধনে এমন বৈষম্যমূলক আচরণ করছে আমরা জানি না। খুনিদের গ্রেপ্তারে গড়িমসি করলে পরবর্তীতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য পুলিশ প্রশাসন দায়ী থাকবে।

সমাবেশে বক্তব্য দেওয়া অন্যান্য বক্তারা বলেন, আমরা রইস হত্যার বিচার দাবিতে আন্দোলন করছি। অন্যদিকে সরকার রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ মানবিক করিডোরের মাধ্যমে দেশে সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। তাই অবিলম্বে করিডোর দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। একইভাবে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী সুপারিশ আমরা প্রত্যাখ্যান করছি।

দেশে ইসলাম বিরোধী যেকোনো সিদ্ধান্ত দেশের জনগণ মেনে নেবে না। আলেম-ওলামা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবীদের সমন্বয়ে নতুন নারী বিষয়ক সংস্কার কমিশন করতে হবে।

সমাবেশ শেষে এক বিশাল মিছিল আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। মিছিলটি লালদিঘী ময়দান থেকে শুরু হয়ে নগরীর নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

চাটগাঁ নিউজ/ইউডি/জেএইচ

Scroll to Top