৫ মিনিটের ব্যবধানে ভূমিকম্পে দুইবার কাঁপলো সিলেট

চাটগাঁ নিউজ ডেস্ক: মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দু’বার ভূমিকম্প কেঁপে উঠলো সিলেট। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ ও ২৫ মিনিটে ভূমিকম্প অনুভুত হয়েছে।

দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল বিয়ানীবাজার ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকায়।

তবে মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভুত হয়েছে এমন তথ্য ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানালেও জানাতে পারেননি সিলেটের আবহাওয়া অফিসের কর্মকর্তা।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সমোলজির তথ্য অনুযায়ী, ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ ও গভীরতা ছিল ২০ কিলোমিটার। ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডের ভূমিকম্পে মাত্রা ছিল ৩ দশমিক ৩ ও গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এ ব্যাপারে সিলেট আবহাওয়া অফিসর সহকারী আবহাওয়াবিদ শাহ মো.সজিব হোসেন জানান, ভূমিকম্প পর্যবেক্ষণ সেন্টার ঢাকা। এখানে সার্বক্ষণিক তাঁরা ভূমিকম্প পর্যবেক্ষণ করে থাকেন। ভূমিকম্প হলে তাদের কাছ থেকে তথ্য পেলে আমরা জানাতে পারবো।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top