চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের ব্যাংকখাতে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক সংকটে থাকা শরিয়াহভিত্তিক ৫টি বেসরকারি ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আজ ব্যাংকগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ (বোর্ড অব ডিরেক্টরস) ভেঙে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বুধবার (৫ নভেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চিঠি দিয়ে এই সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
যে পাঁচটি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে সেগুলো হলো— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে চিঠি পাঠিয়ে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, একীভূত প্রক্রিয়া এগিয়ে নিতে বোর্ডগুলো বিলুপ্ত করা হয়েছে। বিকাল ৪টায় গভর্নর সংবাদ সম্মেলনে জানাবেন—এই ব্যাংকগুলোর প্রশাসক হিসেবে কারা দায়িত্ব নিচ্ছেন।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে এসব ব্যাংকের মধ্যে চারটির মালিকানায় ছিল এস আলম গ্রুপ, আর একটি ব্যাংকের মালিক ছিলেন নজরুল ইসলাম মজুমদার। ওই সময় ব্যাংকগুলো থেকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে, যার ফলে তাদের আর্থিক অবস্থা নাজুক হয়ে পড়ে।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, একীভূতকরণের মাধ্যমে একটি শক্তিশালী ইসলামী ব্যাংক গঠন করা হবে, যাতে আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ইসলামী ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রশাসক নিয়োগের পর একীভূত ব্যাংকের কাঠামো, মূলধন ব্যবস্থা ও পরিচালনা নীতিমালা প্রণয়নের কাজ শুরু হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






