চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘটের পর সচল হয়েছে ২৫ ব্যাংকের কার্যক্রম।
রবিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে স্থানীয় প্রশাসন অবরোধ তুলে নেওয়ার ব্যবস্থা করেন। এরপর দুপুর ২টা থেকে ব্যাংকগুলোতে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু করে।
এর আগে আজ সকাল ৯টার দিকে উপজেলা সদরে সকল ব্যাংক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চাকরিচ্যুতরা। এ সময় তারা বেশ কিছুক্ষণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কও অবরোধ করেন। এতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে কার্যত বন্ধ ছিল সব ব্যাংকের কার্যক্রম।
চাকরিচ্যুতদের অভিযোগ, ব্যাংকগুলোতে কর্মরতদের মধ্যে যাদের বাড়ি এস আলমের বাড়ি অর্থাৎ পটিয়া উপজেলায় তাদের এবং চট্টগ্রামের বাসিন্দাদের বেছে বেছে বিনা নোটিশে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এতে প্রায় সাত হাজার ব্যাংক কর্মী বেকার হয়ে পড়েছেন। এদের মধ্যে অনেকের বয়স শেষ হয়ে যাওয়ায় তারা কোথাও চাকরিও পাচ্ছেন না। হাজার-হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, গ্রাহকের দুর্ভোগের কথা বিবেচনা করে উনাদের ব্যাংকগুলোর প্রবেশপথ থেকে সরে যাবার অনুরোধ করি। দুপুর ১টা থেকে উনারা সরে যেতে শুরু করেন। প্রথমে সোনালী ব্যাংক, এরপর পর্যায়ক্রমে সব ব্যাংকের সামনে থেকে উনারা সরে যান।
চাটগাঁ নিউজ/জেএইচ