৫ আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’র দাবি চট্টগ্রাম জামায়াতের

চাটগাঁ নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী। এতে পাঁচ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ তৈরির দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় নগরীর দেওয়ান বাজারে নগর জামায়াতের কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক আমির আমিরুজ্জামান বলেন, ‘নতুন প্রজন্ম ছাত্র-জনতার ত্যাগ ও কোরবানির বিনিময়ে দেশের ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ তৈরি করতে হবে। হাজার হাজার শহিদ ও পঙ্গু এবং আহতদের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় কোনো স্বৈরাচার ও মাফিয়া চক্র যাতে ছিনিয়ে নিতে না পারে, সেজন্য সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সভাপতির বক্তব্যে নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম বলেন, ‘অবিলম্বে জুলাই অভ্যুত্থানের শহিদদের খুনি আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানুষের বাকস্বাধীতা ও মৌলিক মানবাধিকার ফিরিয়ে দিতে হবে। আবু সাঈদ, শান্ত, ফারুক হোসেন, ওয়াসিম আকরামসহ সকল শহিদদের ত্যাগের চেতনায় জুলাই ঘোষণাপত্র ও সনদ তৈরি করতে হবে। ভোটের মর্যাদা ও দলের মর্যাদা রক্ষার জন্য পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।’

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা এবিএম ছিদ্দিকুল্লাহ দোয়া মাহফিল পরিচালনা করেন। সভায় আরও বক্তব্য দেন- নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top