৫৪ ধারায় গ্রেপ্তার সাবেক কাউন্সিলর রেখা আলম কারাগারে

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম।

রেখা আলম চৌধুরী চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী। নগরীর এনায়েতবাজার, পূর্ব মাদারবাড়ি ও পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড নিয়ে গঠিত চসিকের সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ড থেকে দুইবার কাউন্সিলর নির্বাচিত হন। এছাড়া তিনি চসিকের ভারপ্রাপ্ত মেয়র এবং প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেছিলেন।

ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডবলমুরিং থানা এলাকায় নিজ বাসা থেকে আটক করা হয় রেখা আলমকে। তাকে আজ (শনিবার) সকালে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top