৫০০ পরিবারে ঈদ উপহার দিলো গ্লোবাল এডুকেশন

চাটগাঁ নিউজ ডেস্ক : অসহায়, গরীব ও দু:খীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মানফুজুর রহমান।

গত শনিবার (২৯ মার্চ) বাগেরহাট কচুয়া উপজেলায় এ ঈদ উপহার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কে এম আবু নওশাদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের পরিচালক মাওলানা মানফুজুর রহমান বলেন, সুবিধাবঞ্চিত পরিবারের ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। যাতে তারা খুশির প্রফুল্লতার সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। আমাদের ১০ টাকা মূল্যের এই উপহার প্যাকেজে ছিলো।

চিনিগুড়া চাউল -১ কেজি, গুড়ো দুধ -১০০ গ্ৰাম, সয়াবিন তেল-৫০০ গ্ৰাম, লাচ্চা সেমাই-২ প্যাকেট, নুডুলস- ২ প্যাকেট, পেয়াজ-১ কেজি, আলু-১ কেজি, চিনি-৫০০ গ্ৰাম।

ঈদ উপলক্ষে এ উপহার পেয়ে খুশিতে মেতে ওঠে স্থানীয়রা। পাশাপাশি তারা গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top