৪ বছর আত্মগোপনের পর হত্যা মামলার দুই আসামি ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের হালিশহর থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে নগরের চকবাজার ও আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলো—হালিশহর থানার আচার্য্যপাড়ার তপন চক্রবর্তীর ছেলে সুমন চক্রবর্তী (৪২) এবং একই এলাকার মৃত কাঙ্গাল দে-র ছেলে তাজুল দে (৪০)।

র‍্যাব জানায়, গত ২০২০ সালে পারিবারিক বিরোধের জেরে ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরবর্তীতে মামলা হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসামিরা।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. শরীফ-উল-আলম জানান, হত্যা মামলা অনুসন্ধানে মাঠে নামে র‍্যাব-৭)। গোপন সংবাদের মাধ্যমে আসামি সুমনকে চকবাজার থানার ডিসি রোড থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি তাজুলকে আনোয়ারা থানার চাতরি চৌমুহনী এলাকা থেকে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top