চাটগাঁ নিউজ ডেস্ক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ সোমবার (২৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।
এর আগে রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উল্লেখ্য, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে তা পেছানোর দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া হোক।
অন্যদিকে পিএসসি জানায়, তারা চারটি বিসিএস নিয়ে জটে পড়েছেন। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে না নিলে এ জট আরও বাড়বে। ফলে তারা প্রার্থীদের দাবি সত্ত্বেও ৮ মে থেকে লিখিত পরীক্ষা অনুষ্ঠানে সব প্রস্তুতি নিয়েছিল।
চাটগাঁ নিউজ/এমকেএন