পড়া হয়েছে: ২৮
চাটগাঁ নিউজ ডেস্ক: ভারত থেকে আমদানি করা ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজের প্রথম চালান রোববার (৩১ মার্চ) রাতে ঢাকায় পৌঁছেছে। আগামীকাল মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর কাওরানবাজারে টিসিবি ভবনের সামনে এসব পেঁয়াজ বিক্রির উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
সোমবার (১ এপ্রিল) টিসিবির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা থেকে কমিয়ে ৪০ টাকা দরে বিক্রি করা হবে।
ঢাকায় ১০৩টি, চট্টগ্রামে ৫৫টি এবং গাজীপুরে ১৫ থেকে ১৭টি স্পটে এসব পেঁয়াজ বিক্রি হবে। প্রতিদিন প্রতিটি ট্রাকে ১০ টন করে পেঁয়াজ থাকবে। আগামীকাল যেসব স্পটে পেঁয়াজ পৌঁছানো সম্ভব হবে না, সেসব স্পটে পরের দিন থেকে পেঁয়াজ পাওয়া যাবে।
চাটগাঁ নিউজ/এমআর