৪০ ঘণ্টা পর ভেসে উঠল নিখোঁজ নাবিকের লাশ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম কর্ণফুলী নদীতে জাহাজ থেকে পা পিছলে পড়ে নিখোঁজ নাবিক দুলাল মিয়ার (৫০) লাশ প্রায় ৪০ ঘণ্টা পর ভেসে উঠেছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে নদীর বাকলিয়া থানাধীন মন্দির ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ।

মৃত উদ্ধার হওয়া নাবিক নাম দুলাল মিয়া নোয়াখালী জেলার চরজব্বারের আবদুর রবের ছেলে। তিনি মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স -১ এ কর্মরত ছিলেন।

এর আগে শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে কর্ণফুলী ইছানগর বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এক নম্বর জেটি থেকে এফভি পারটেক্স-১ জাহাজে ওঠার সময় পা পিছলে পড়ে নিখোঁজ হন নাবিক দুলাল মিয়া।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, বাকলিয়া থানাধীন মন্দির ঘাট এলাকায় লাশটি ভেসে ওঠলে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top