চাটগাঁ নিউজ ডেস্ক : জুলাই অভ্যুত্থানে নিহতের ঘটনায় দায়ের করা নগরের চান্দগাঁও থানার মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। কারাগারে থাকা অবস্থায় ভার্চ্যুয়ালি রিমান্ড শুনানিতে অংশগ্রহণ করেন ফজলে করিম।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই অভ্যুত্থানের একটি হত্যা মামলায় ফজলে করিমের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট নগরের চান্দগাঁওয়ের বহদ্দারহাট এলাকায় ফজলে রাব্বিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এবিএম ফজলে করিম চৌধুরী আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
এর আগে, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিমকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাটগাঁ নিউজ/এসএ





