৩ ঘণ্টা চেষ্টায় নেভানো গেল ফোম কারখানার আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর কর্ণফুলী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) ফোম কারখানার আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। আগুনে কারখানার সরঞ্জামের ক্ষয়ক্ষতি হলেও শ্রমিকরা অক্ষত আছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে কেইপিজেডের ভেতর জান্ট এক্সেসরিজ নামে ওই কারখানায় আগুন লাগার খবর পৌঁছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার স্টেশনের আটটি ইউনিট মিলে বিকেল পৌনে ৩টা থেকে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ৫টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার কর্মীরা।

তবে আগুন লাগার কারণ তদন্তের আগে বলতে পারছে না ফায়ার সার্ভিস। কারখানার কিছু সরঞ্জাম পুড়ে গেছে, তবে এর পরিমাণ ও ক্ষয়ক্ষতির হিসেব তদন্তের পর জানানো যাবে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে।

ইপিডেজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামির হোসেন জিয়া জানিয়েছেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের টিমকে সেনা-নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সহায়তা করেন। কারখানায় কর্মরত থাকা প্রায় ১৫ জন শ্রমিক নিরাপদে বেরিয়ে আসেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top