পড়া হয়েছে: ৫৬
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনালের আরাকান সড়কের পাশে ভান্ডারীর চায়ের দোকানের সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। আটক ব্যক্তিরা হলেন মো. জানে আলম প্রঃ জনি (৪৫) ও মো. খোকন (৩৭)।
চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামিদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমএসআই