৩৭ দফা ইশতেহার ঘোষণা করলো সুপ্রিম পার্টি

ফটিকছড়ি প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করলো বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

বুধবার (৩ জানুয়ারী) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এ ইশতেহার ঘোষণা করেন দলটি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।

এ সময় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে দলটি ৩৭ দফা ইশতেহার ঘোষণা করেন। এতে দলটির সিনিয়ন নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, দুর্নীতি, অপরাজনীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনা, সুফিবাদ ও ধর্মীয় মূল্যবোধের আলোকে, সুষম বণ্টনের মাধ্যমে বৈষম্যহীন, উন্নয়নমুলক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর অঙ্গীকার।

সারাদেশে বিএসপি ৮১ জন প্রার্থী নির্বাচনে একতারা প্রতীকে নির্বাচন করছে।  চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নির্বাচন করেছেন দলটি চেয়ারম্যান সাইফুদ্দীন মাইজভান্ডারী।

চাটগাঁ নিউজ/ এম আর

Scroll to Top