৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদকে আর বাঁচানো গেল না

চাটগাঁ নিউজ ডেস্ক: শেষমেশ বাঁচানো গেল না উদ্ধার করা সেই ২ বছরের শিশু সাজিদকে। ফায়ার সার্ভিসের ৩২ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে শিশুটি পরপারের পাড়ি জমালো।

এর আগে আজ বৃহস্পতিবার রাত ৯টায় রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা।

মৃত্যুর বিষয়টি তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামানও নিশ্চিত করেছেন।

হাসপাতালের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা শিশুটিকে বাঁচাতে পারলাম না। আমাদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শিশু সাজিদ পরপারে চলে গেছে। আমরা মর্মাহত, আমরা ব্যথিত।

এর আগে গতকাল বুধবার উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের জন্য খনন করা ওই গর্তে পড়ে যায় সাজিদ। এরপর বেলা ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ৩২ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার রাত ৯টায় শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top