চাটগাঁ নিউজ ডেস্ক: পরিত্যক্ত গভীর নলকূপের গর্তের ভেতর পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৯টায় ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস বলছে, রাত ৯টার দিকে সাজিদকে গর্ত থেকে বের করা হয়। উদ্ধারের পর শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। আশা করছি সে দ্রুত রিকভার করবে।
উল্লেখ্য, গত বুধবার রাজশাহীর তানোরে শিশু সাজিদ তার মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের মধ্যে পড়ে যায়। এরপর থেকেই ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা শুরু করে।
পরিবার সূত্রে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে সাজিদ মেজ। বড় ভাই সাদমান দ্বিতীয় শ্রেণির ছাত্র। ছোট ভাই সাব্বিরের বয়স মাত্র তিন মাস। বাবা রাকিব গাজীপুরের একটি ঝুট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






