ক্রীড়া ডেস্ক: শেষ ভালো যার সব ভাল তার। বাংলাদেশও যেন তাই। সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মোটামুটি প্রত্যাশিত টার্গেট দিয়েছে বাংলাদেশ। ৯ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ ৫০ ওভারে ৩২২ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
৯ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের এমন স্কোর ওয়েস্ট ইন্ডিজের জন্য চ্যালেঞ্জিং টার্গেটিই বটে। সৌম্য সরকার আর মেহেদী হাসান মিরাজের শতরানের জুটি ভিত গড়ে দেয় বাংলাদেশকে।
তবে সৌম্য সরকার ৭৩ বলে ৭৩ রান করে আউট হয়ে যান।
ওয়ার্নার পার্কে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে মোটামুটি সুবিধাই করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। তবে শুরুটা ভাল না হলেও শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে লড়াকু টার্গেট দিয়েছে বাংলাদেশি টাইগাররা। তবে সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর ৩২২ রানের টার্গেটটি নিশ্চয় চ্যালেঞ্জিং হয়ে উঠবে ওয়েস্ট ইন্ডিজের জন্য।
চাটগাঁ নিউজ/ইউডি