৩১ বছর পালিয়ে, তবু রক্ষা পেলেন না সাজাপ্রাপ্ত আসামি

চাটগাঁ নিউজ ডেস্ক : দীর্ঘ ৩১ বছর পালিয়ে থাকার পরও রক্ষা পেলেন না ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. নাছির প্রকাশ নাজিম উদ্দিন। অবশেষে ধরা খেয়ে কারাগারে যেতে হল তাকে।

রবিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগর পুলিশ।

নাজিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি ডাকাতির ঘটনার পর গত ৩১ বছর দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল নাজিম উদ্দিন। এরমধ্যে আদালত তাকে ওই মামলায় ১৩ বছরের সাজা দিয়েছেন। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top