২ মার্চ বাংলাদেশে পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ

চাটগাঁ নিউজ ডেস্ক: হিজরি ক্যালেন্ডার অনুযায়ী,শাবান মাসের পরেই পবিত্র রমজান মাসের শুরু হতে। আজ ১৪৪৬ হিজরি ৬ই রজব। ইংরেজি ২০২৫ সাল ৭ জানুয়ারি। সেই হিসেবে আর দুই মাসেরও কম সময় রয়েছে পবিত্র রমজান শুরুর। মাসকে সামনে রেখে বিশ্বের কয়েকটি দেশ রোজা শুরুর সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে।

সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ (শনিবার) রমজান শুরু হতে পারে। এর আগে চাঁদ দেখার ওপর নির্ভর করছে রমজান শুরুর দিন।

এ ছাড়াও দেশটির দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ রোজা শুরু হতে পারে যদি চাঁদ দেখা যায়। তবে তাদের দাবি, চাঁদ দেখার সিদ্ধান্তের ওপরই চূড়ান্ত তারিখ নির্ভর করবে।

আরব আমিরাতের রোজা শুরুর একদিন পর থেকে সাধারণত বাংলাদেশে রোজা শুরু হয়। এর মানে, ১ মার্চ থেকে রোজা শুরু হলে বাংলাদেশে রোজা শুরু হতে পারে ২ মার্চ ২০২৫ (রোববার)। এর ফলে বাংলাদেশে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ২ মার্চ হতে পারে।

এ ছাড়া, ২০২৫ সালে ঈদুল ফিতরের তারিখও চাঁদ দেখার ওপর নির্ভর করবে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হওয়ার পর বাংলাদেশেও তার অনুসরণ করা হয়, তাই বাংলাদেশের মুসলমানরা সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান মাস শুরু করে থাকেন।

এদিকে, মুসলিম বিশ্বে রমজান শুরুর তারিখ নিয়ে নানা পূর্বাভাস দিলেও চাঁদ দেখা না গেলে চূড়ান্ত তারিখ জানানো সম্ভব নয়। তাই চাঁদ দেখার পরই রমজান শুরুর বিষয়টি নিশ্চিত হবে।

চাটগাঁ নিউজ/ইউডি

Scroll to Top