২ উপদেষ্টার সাবেক এপিএস-পিও ও এনসিপির সাবেক নেতাকে দুদকে তলব

চাটগাঁ নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রলালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা-পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দম কমিশন (দুদক)। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকেও ডাকা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এ তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

সাংবাদিকদের তিনি বলেন, তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এ ছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

মো. মোয়াজ্জেম হোসেন, তুহিন ফারাবি ও গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে সংবাদমাধ্যমে দুর্নীতির খবর প্রকাশিত হয়। পরে মোয়াজ্জেমকে যুব ও ক্রীড়া উপদেষ্টার এপিএসের পদ থেকে ও তুহিন ফারাবিকে স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আর গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে এনসিপি।

মো. মোয়াজ্জেম হোসেন, তুহিন ফারাবি ও গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে গ্রেপ্তার করতে গত মাসের শেষ দিকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছিল যুব অধিকার পরিষদ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top