পড়া হয়েছে: ৩০
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরী থেকে ২৭ বছর আগে সংঘটিত খুনের মামলায় যাবজ্জীবন দণ্ডিত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন সিইপিজেড এলাকায় অভিযান চালিয়ে আসামি অজয় রক্ষিতকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
সে রাউজানের নোয়াপাড়ার শান্তি রক্ষিতের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২৭ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল আসামি অজয় রক্ষিত। জিজ্ঞাসাবাদে সে মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ