২৭ বছর আগে ছাত্রলীগ নেতাকে গুলি করে খুনের মামলায় সব আসামি খালাস

চাটগাঁ নিউজ ডেস্ক : ২৭ বছর আগে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্রলীগ নেতা সিনাউল হককে গুলি করে খুনের মামলায় যুবলীগ নেতাসহ পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। খালাস পাওয়া আসমিরা সবাই সাবেক যুবলীগ কর্মী বলে জানা গেছে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন।

খালাস পাওয়া পাঁচ আসামি হলেন- যুবলীগ নেতা টিংকু দত্ত, সালাউদ্দিন, তছলিম উদ্দিন, শাহনেওয়াজ ও মো. হোসেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বলেন, আদালত রায়ের আদেশে পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

এদিকে সব আসামিকে খালাস দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন সিনাউল হকের স্বজন ও বন্ধুরা। নাম প্রকাশ না করার শর্তে তার চাটগাঁ নিউজকে জানান, কিসের ভিত্তিতে হঠাৎ সব আসমি খালাস পেল তা আমাদের বোধগম্য হচ্ছে না। যুবলীগের ক্যাডার হয়েও পরিবর্তিত এই পরিস্থিতিতে তাদের খালাস, আইনের প্রতি সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্রেক ঘটায়।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ৬ জুলাই নগরীর মেহেদীবাগ এলাকায় বিয়ের আসর থেকে বের হওয়ার পর সিনাউলক হককে এলোপাতাড়ি গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় তার বাবা আবুল কাশেম বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সাবেক কাউন্সিলর ও ওমরগণি এমইএস কলেজছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আটজনের সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ওয়াসিম উদ্দিনসহ তিন আসামির নাম মামলা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ

Scroll to Top