২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশ করবে এলডিপি

সিপ্লাস ডেস্ক: বিএনপির সঙ্গে যুগপৎ কর্মসূচি পালনের অংশ হিসেবে আগামী ২৭ জুলাই দুপুর ২টায় রাজধানীর পূর্ব পান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে এলডিপি।

শনিবার বিকালে এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা দেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদ।

এলডিপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের কাজই হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। অথচ সারা দেশের মানুষ গণতন্ত্র চায়। নিজের ভোট নিজে দিতে চায়। কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা নির্বাচন চাই এবং সেই নির্বাচন চাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে নয়। তাই এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে রাজপথের আন্দোলনের বিকল্প নেই।’

Scroll to Top