২৪ মার্চ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি চলাচল

চাটগাঁ নিউজ ডেস্ক: দীর্ঘ সময়ের পর অবশেষে আগামী ২৪ মার্চ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি চলাচল। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে ছেড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাবে ফেরি।

শনিবার (৮ মার্চ ) সকালে ফেরি চলাচলের অবকাঠামোগত কাজের অগ্রগতি পরিদর্শন এসে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, আগামী ২৪ মার্চ ফেরি চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এর আগে কয়েকদিন পরীক্ষামূলকভাবে চালিয়ে জোয়ার ভাটার সময় হিসেব করে ফেরির শিডিউল ঠিক করারও সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া গুপ্তছড়া ঘাটে ব্রিজের মাথায় ভাটার সময় যাত্রীরা কাদার মধ্যে যাতে ভোগান্তিতে পড়তে না হয় স্টিমার ও স্পিডবোটও যেন ভাটার সময় ফেরির জেটিতে যাত্রী উঠানামা করতে পারে সে ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের নির্দেশ দেন উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।

বিগত ৫ মার্চ ফেরি উদ্বোধনের তারিখ নির্ধারণ করে পরবর্তীতে গুপ্তছড়া ঘাটসহ উভয় পাশে জেটির কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় সন্দ্বীপবাসীর বহুল আকাঙ্ক্ষিত ফেরি সার্ভিস শুরু হওয়া

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top