২৪-এ পা রাখল শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালিত হয়েছে। দিনব্যাপী এ উৎসব আয়োজনের ছিল বনভোজন, ডিসপ্লে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা সদরে আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি পার্কে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল-‘আত্মবিশ্বাস এবং আত্মরক্ষা থেকে শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা পর্যন্ত, মার্শাল আর্ট অগণিত উপায়ে নারীদের ক্ষমতায়ন করে। তাই প্রশিক্ষণের মাদুরে পা বাড়ান এবং মার্শাল আর্টকে আপনার ব্যক্তিগত বৃদ্ধি এবং ক্ষমতায়নের পথ হতে দিন। ’

জাতীয় জাজ এন্ড কোচ, বাংলাদেশ উশু ফেডারেশন প্রধান প্রশিক্ষক ও শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির প্রধান প্রশিক্ষক মহসিন পারভেজের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর এ উৎসবে অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কে এম সরোয়ার হোসেন, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, কর্ণফুলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম. সফিউল আজম চৌধুরী, সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সাবেক কুংফু খেলোয়াড় মুহাম্মদ ইব্রাহিম খলিল, উপদেষ্টা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কিশোরগঞ্জ জেলা উপ-সহকারি পরিচালক সাবেক কুংফু খেলোয়াড় মুহাম্মদ এনামুল হক।

বক্তব্য রাখেন সাংবাদিক সুমন শাহ, জামাল উদ্দিন, রাজধানী টিভির চট্টগ্রাম প্রতিনিধি এম ডি এইচ রাজু, ডা. জসিম উদ্দিন, মোহাম্মদ আকবর, আলী নুর, জাহেদ হৃদয়, মোহাম্মদ কবির ও মোহাম্মদ সোহেল প্রমুখ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top