২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক : সর্বশেষ ২০০২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। তখন পাকিস্তান দলে ছিলেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, সাকলাইন মোস্তাক, শোয়েব আখতারের মত বোলার আর ইনজামান উল হক, ইউনিস খান, শহীদ আফ্রিদির মত ব্যাটাররা। এবার সাইম, নাসিম, বাবর আজম, শাহীন আফ্রিদিরা অস্ট্রেলিয়ার মাটিতে তাণ্ডব দেখিয়েছে।

আজ পার্থে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। টসে জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। পাকিস্তানি পেসারদের তোপের মুখে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৪০ রানে। আট উইকেট আর ১৩৯ বল হাতে রেখে সিরিজ জিতেছে মোহাম্মদ রিজওয়ানের দল। শন অ্যাবটের ৩০ রান অস্ট্রেলিয়ার পক্ষে ব্যাটারদের সর্বোচ্চ রান।

১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজও দারুণ এক জুটি গড়েছেন সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিক। ৮৪ রানের জুটির পথে শফিক ফিরেছেন ব্যক্তিগত ৩৭ রান। ল্যান্স মরিসের করা সেই ওভারেই ফিরেছেন বাঁহাতি ওপেনার সাইম। বাবর আজমকে সাথে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক রিজওয়ান। ৎ

চাটগাঁ নিউজ/উজ্জ্বল/এসএ

Scroll to Top