২০ লাখ টাকা চাঁদা না দিলে সন্তানকে অপহরণের হুমকি

নিজস্ব প্রতিবেদক : কোতোয়ালী থানাধীন পাথরঘাটা বংশাল রোড এলাকায় নির্মাণাধীন একটি ভবনের মালিকের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে অজ্ঞাত ব্যক্তি। দাবিকৃত চাঁদা না দিলে ওই ভবন মালিকের স্কুল পড়ুয়া ছেলেকে অপহরণ করে গুম করার হুমকিও দেয়া হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই চাঁদা দাবি ও প্রাণ নাশের হুমকির কারণে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী অমল চৌধুরী (৫৬)।

অমল চৌধুরী নগরীর ৩৩ নং ওয়ার্ডের কোতোয়ালী থানাধীন বংশাল রোড বৈশাখী ফার্মেসি গলির বাসিন্দা মহেন্দ্র লাল চৌধুরীর ছেলে।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এএসআই) রুবেল মজুমদার বলেন, ভুক্তভোগী অমল চৌধুরীকে ভুয়া নম্বর থেকে ফোন করে হয়রানি করা হচ্ছে। যে নম্বর থেকে তাকে ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে সেগুলো বন্ধ। ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা আবার সিম বন্ধ করে রাখছে। যার কারণে তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না। তবুও বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কে বা কারা হুমকি দিয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে।

ভুক্তভোগী অমল চৌধুরী জানান, আমার ভবনের কাজ চলাকালীন গতকাল শনিবার রাত ৯টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি আমাকে ফোন করে আমার কাছ থেকে চাঁদা দাবি করেছে। আজ রবিবার সন্ধ্যায় আবার অন্য আরেকটি নম্বর থেকে কল দিয়ে ২০ লাখ টাকা নিয়ে নগরীর টাইগারপাস এলাকায় যাওয়ার জন্য বলা হয়েছে। চাঁদা না দিলে আমার ছেলেকে অপহরণ করে গুম করে ফেলা এবং বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী পাঠানোর হুমকিও দেয়া হয়। আজকের ঘটনায় আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। আমরা চাই, প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক।

চাটগাঁ নিউজ/উজ্জ্বল/এসএ

Scroll to Top