চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আসকারদিঘি এলাকায় একটি বাসা থেকে বড় পরিসরে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, চোরেরা ২০ ভরি স্বর্ণালঙ্কার ও একটি ল্যাপটপ চুরি করেছে। অভিযান চালিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে তিনজন। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর আসকারদিঘি এলাকার একটি বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ল্যাপটপ চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- ফেনী জেলার সোনাগাজী থানার ডুমুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো. জসিম (৪৩) ও নওগাঁ জেলার সদর থানার শেরপুর এলাকার আমজাদ হোসেন বাবুলের ছেলে মোস্তাকিন হোসেন মিঠু (৪২), পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ইদ্রিস চেয়ারম্যানের বাড়ির সাধন দাসের ছেলে সেতু দাস প্রকাশ সালাহ উদ্দিন (৩২) ও গ্রেপ্তার ইসমাইল কোতোয়ালী থানা এলাকার উত্তর নালাপাড়া এলাকায় থাকে বলে জানায়।

মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপ-কমিশনার জানায়, গত ৫ ডিসেম্বর আসকারদিঘি এলাকার একটি বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। বাসার মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে গতকাল সোমবার টাইগারপাস এলাকা থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে আনোয়ারা থেকে তাদের আরেক সহযোগী সেতু দাশ প্রকাশ সালাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার সেতু দাস প্রকাশ সালাউদ্দীন জানান, স্বর্ণ বিক্রির টাকা দিয়ে সে একটি নতুন মোটরসাইকেল ক্রয় করে। এসময় তার কাছ থেকে ওই মোটরসাইকেলটি ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। স্বর্ণ বিক্রির সময় তার সাথে ইসমাইল নামে আরও এক যুবক ছিল বলেও জানায় সেতু। পরে নিউমার্কেট এলাকা থেকে ইসমাইলকেও গ্রেপ্তার করা হয়। পরে ইসমাইল জানায়, টেরিবাজার এলাকায় একটি দোকানি কাছে স্বর্ণগুলো রয়েছে। তার দেয়া তথ্যমতে সেখানে অভিযানে গেলে ওই দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার ও চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যহত আছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ






