ক্রীড়া ডেস্ক: বেশ কয়েকটি ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভার্চুয়াল সভায় বসেছিল ফিফা। এরপর বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আসন্ন ২০২৭ নারী বিশ্বকাপ আয়োজনের সময় ও কোন অঞ্চল থেকে কয়টি দেশ অংশ নিতে পারবে সেটি জানিয়েছে।
৩২ দলের অংশগ্রহণে এই মেগা ইভেন্ট বসবে ব্রাজিলে। ২০২৭ সালের ২৪ জুন-২৫ জুলাই পর্যন্ত দশম নারী বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফিফা নারী বিশ্বকাপের ২০২৭ ব্রাজিল আসর বর্তমানে একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে এবং আমরা উদ্বোধনী ম্যাচের জন্য আর অপেক্ষা করতে পারছি না। ২০২৭ সালের ২৪ জুন শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ জুলাই। ঐতিহাসিক এই টুর্নামেন্ট কেবল দক্ষিণ আমেরিকায় বড় প্রভাব রাখবে না, বরং সারাবিশ্বে চমক জাগাবে। নারীদের অংশগ্রহণ ও তাদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করে খেলাটিকে আরও উন্নত পর্যায়ে নিতে ভূমিকা থাকবে আসন্ন বিশ্বকাপের।’
ফিফা এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএল) মিলে এই সময় নির্ধারণ করেছে। ৩২ দলের এই টুর্নামেন্টে ২৯ দলের জন্য সরাসরি খেলার স্লট ফাঁকা রয়েছে। সর্বোচ্চ ১১টি স্লট বরাদ্দ ইউরোপীয় (উয়েফা) দেশগুলোর জন্য। আয়োজক ব্রাজিলসহ লাতিন অঞ্চল থেকে খেলতে পারবে ৩ দেশ। এ ছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে ৬, কনফেডারেশন অব আফ্রিকা ফুটবল (সিএএফ) থেকে ৪টি ও কনকাকাফ (উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল) থেকে খেলবে ৪টি ও ওশেনিয়া ফুটবল ফেডারেশন (ওএফসি) থেকে ১টি দল এ টুর্নামেন্টে অংশ নেবে। বাকি দলগুলো আসবে প্লে-অফ খেলার মাধ্যমে।
বিশ্বকাপে জায়গা পাওয়ার লক্ষ্যে ২০২৬ সালের নভেম্বর-ডিসেম্বরে প্লে-অফ টুর্নামেন্টের প্রাথমিক ধাপের খেলা অনুষ্ঠিত হবে। দলগুলো অংশ নেবে নারী ফুটবলের র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। পরে শীর্ষ দুটি দল চূড়ান্ত প্লে-অফের জন্য জায়গা পাবে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হতে যাওয়া চূড়ান্ত প্লে-অফে প্রথম ধাপে উত্তীর্ণ দুই দলের সঙ্গে কনকাকাফ থেকে ২, কনমেবল ও উয়েফা থেকে আরও দুটি দল যোগ দেবে। তাদের মধ্যে শেষ পর্যন্ত টিকে থাকা শীর্ষ ৩ দল টিকিট পাবে ২০২৭ বিশ্বকাপের। টুর্নামেন্টের ড্রতে একটি কনফেডারেশনের একাধিক দল একই পটে থাকবে না।
এ ছাড়া ফিফা ২০২৫ অনূর্ধ্ব-১৭ পর্যায়ের বিশ্বকাপ ফুটবলের সূচিও নিশ্চিত করেছে। কাতারে ৪৮ দলের সেই টুর্নামেন্ট হবে ২০২৫ সালের ৫-২৭ নভেম্বর পর্যন্ত। প্রথমবার বয়সভিত্তিক দলের এই প্রতিযোগিতায় অংশ নেবে ৪৮টি দেশ।
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে সর্বশেষ নারী ফুটবল বিশ্বকাপ আসর হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। রোমাঞ্চকর সেই টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডের মেয়েদের ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতে স্পেন। অবশ্য স্প্যানিশদের চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চে অনাকাঙ্ক্ষিত ‘চুমু-কাণ্ডে’র জন্ম দিয়ে বসেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। যার জন্য তাকে পরে পদত্যাগও করতে হয়েছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ