চাটগাঁ নিউজ ডেস্ক: ২০২২ সাল থেকে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছে বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা। কিন্তু আজ পর্যন্ত চিকিৎসকদের সেই যৌক্তিক দাবি পূরণ করা হয়নি।
রবিবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির আয়োজনে আবার কর্মসূচি পালন করেছে চিকিৎসকরা। ভাতার দাবিতে চিকিৎসকরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে।
কর্মসুচির অংশ হিসেবে বিসিপিএস, বিএসএমএমইউ, স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সচিব এবং সহকারী স্বাস্থ্য উপদেষ্টা প্রফেসর ডা. সায়েদুর রহমানসহ সকলের সাথে সাক্ষাৎ করেছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানান, তবে ভাতা বৃদ্ধির প্রয়োজনীয় নথি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও নথিটি অর্থ ছাড়ের জন্য অনুমোদিত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৌঁছেনি। তবে সংশ্লিষ্ট উর্ধতন মহল ভাতা বৃদ্ধির দাবিকে যৌক্তিক এবং দ্রুত সময়ে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন।
পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেছে ডাক্তারদের বিভিন্ন পেশাজীবি সংগঠন। যার মধ্য অন্যতম ড্যাব, এনডিএফ ও চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য দেন সংগঠনটির আহবায়ক ডা. জুনায়েদ আহমেদ, সদস্য সচিব ডা. আনিকা সাত্তার, নির্বাহী সদস্য ডা. রায়হান আহম্মেদ।
চাটগাঁ নিউজ/ইউডি