১৯০ কোটি টাকা অপরিশোধ, ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ব্যাংকের ১৯০ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।

সোমবার চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আশিকুর রহমান লস্কর নগরের খুলশী এলাকার বাসিন্দা। ২০২৩ সালে তিনি বিদেশে পালিয়ে গেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

অর্থ ঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থঋণ আদালত আইনের ৩৪ ধারা অনুযায়ী আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ দেন। এই আটকাদেশ কার্যকরের জন্য একই আইনের ৩৫ ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে গ্রান্ড ট্রেডিং এন্টারপ্রাইজের নামে ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ১৭৫ কোটি টাকা ঋণ নেন আশিকুর রহমান লস্কর। পরে ঋণ পরিশোধ না করে পালিয়ে যান। ব্যাংকের নথিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের উত্তর সোনাছড়িতে প্রতিষ্ঠানটির ঠিকানা উল্লেখ করা হয়েছিল। বাস্তবে ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পায়নি ব্যাংক কর্তৃপক্ষ। ২০২২ সালের ১ ডিসেম্বর আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে ১৭৫ কোটি টাকার অর্থঋণ মামলা দায়ের করে ন্যাশনাল ব্যাংক। আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু এরপরও গত দু’বছরে ঋণ পরিশোধ না করায় বর্তমানে ব্যাংকের কাছে আশিকুরের দেনার পরিমাণ দাঁড়ায় ১৮৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৪২ টাকা। নালিশি ঋণের বিপরীতে ওই পরিমাণ সম্পদ বন্ধক না থাকায় এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয় ন্যাশনাল ব্যাংক।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top