১৬৩ টাকায় সয়াবিন তেল বিক্রি না করলে কঠোর ব্যবস্থা

শেয়ার করুন

চাটগাঁ নিউজ ডেস্কঃ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাজারে ১৬৩ টাকায় প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেল এবং ১৪৯ টাকায় খোলা তেল পাওয়া না গেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ডি-৮ সুপারভাইজরি কাউন্সিল’র ৭ম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা যে কোনো বাজারে গিয়ে যদি দেখেন ১৬৩ টাকা মূল্যের তেল নেই, তাহলে আমাদের জানাবেন। আমাদের মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে। আশা করি ভোক্তারা এটার (দাম কমার) সুবিধা পাওয়া শুরু করেছেন।

তিনি আরো বলেন, ১ মার্চ থেকে সব করাখানা থেকে ১৬৩ টাকা এবং এবং খোলা তেল ১৫৯ টাকা দরে প্রতিলিটার সয়াবিন তেল বাজারজাত করা হচ্ছে, এটা আমরা নিশ্চিত করেছি। আপনারা ২-৩ দিন অথবা ৭ দিন আগে বাজারে গিয়ে নতুন দামে পাননি, কিন্তু এখন থেকে পাবেন।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top