১৫ হাজার কুকুরকে ভ্যাকসিন দেবে চসিক

চাটগাঁ নিউজ ডেস্ক : জলাতঙ্ক মোকাবিলায় নগরীর ৪১টি ওয়ার্ডে প্রায় ১৫ হাজার পথকুকুরকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে এক সভায় এ কর্মসূচি নেওয়া হয়েছে।

চসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে রাস্তাঘাট, বাজারে অবস্থান করা ভাসমান কুকুরকে ভ্যাকসিন দেওয়া হবে। প্রাথমিকভাবে ১৫ হাজার কুকুরকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনে সেটা আরও বাড়ানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে চসিক।

এর আগে, ২০২৩ সালে প্রায় ১৩ হাজার কুকুরকে ভ্যাকসিন দিয়েছিল চসিক।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমাসহ আরও কয়েকজন কর্মকর্তা ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরীতে জলাতঙ্ক রোগে আক্রান্তের হার ক্রমে বাড়ছে। ২০২১ সালে চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা নেন ৬ হাজার ৭০৯ জন। ২০২২ সালে টিকা নেন ৮ হাজার জন। ২০২৩ সালে ১৪ হাজার ৩৩০ জন এবং ২০২৪ সালে প্রায় ২৪ হাজার জন এ টিকা নিয়েছেন। সদ্যসমাপ্ত ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ২৬ হাজার মানুষ টিকা নিয়েছেন।

জলাতঙ্কে আক্রান্ত হওয়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে রাস্তাঘাটে কুকুরের সংখ্যা বেড়ে যাওয়া এবং বাসাবাড়িতে শখের বশে কুকুর ও বিড়াল পোষা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top