১৫ মে থেকে শুরু বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম

চাটগাঁ নিউজ ডেস্ক: এক কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট নিয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএনপি। আগামী ১৫ মে থেকে এ কার্যক্রম শুরু হবে, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তিনি জানিয়েছেন, দুই মাসব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে। প্রায় ১ কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট দলটির।

অনেক তরুণ-মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেনি। অতীতে আওয়ামী লীগ করতো, তবে দলটির দুঃশাসন-লুটপাট সহ্য করতে না পেরে যারা ওই দল থেকে সরে এসেছে, তারাও সদস্য হতে পারবে।

তিনি জানান, বিএনপির লক্ষ্য, এক কোটির বেশি নতুন কর্মী দলের সঙ্গে যুক্ত করা।

সব বিভাগীয় শহরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে বলেও জানান রুহুল কবির রিজভী।

চিকিৎসকদের বরাত দিয়ে রুহুল কবির রিজভী জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভালো আছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top