১৫০ বছরের পুরোনো পুকুর ভরাট— জনপ্রতিনিধিসহ ৫ জনের কারাগারে ঠাঁই

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে ১৫০ বছরেরও বেশি পুরোনো একটি পুকুর ভরাট করে কারাগারে ঠাঁই হলো স্থানীয় জনপ্রতিনিধিসহ ৫ জনের।

আজ রোববার (১০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল হক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

কারাগারে ঠাঁই হওয়া সে ৫ হলেন—নোয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ খোরশেদুল ইসলাম (৫০), একই ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামের মুহাম্মদ জাহেদুল ইসলাম (৪৮), আলী আকবর (৬০), মকবুল আহমদ (৫৫) ও মুহাম্মদ খোরশেদ (৫২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব কচুখাইন মুহম্মদীয়া দরবার শরিফ সংলগ্ন পুকুরটি প্রায় ১৬০ বছর আগে খনন করা হয়েছিল। ২০২১ সালে পুকুরটি ভরাটের উদ্যোগ নেয় অভিযুক্তরা। স্থানীয়দের প্রতিবাদে কাজ বন্ধ রাখলেও ২০২৩ সালের শুরুর দিকে কর্ণফুলী নদীতে ড্রেজার বসিয়ে পাইপলাইনের মাধ্যমে আবারও ভরাট শুরু করে।

স্থানীয়দের অভিযোগের পর পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাটের সত্যতা পান। তবু রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ শেষ করা হয়।

তবে অভিযুক্তদের দাবি, মালিকদের সম্মতিতে কবরস্থান নির্মাণের জন্যই পুকুরটি ভরাট করা হয়েছে। তবে ২০২৩ সালের ৩১ মে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজারুল ইসলাম পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা মুহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, আসামিরা আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top