১৪ মে চবির সমাবর্তন, ১৫ মার্চ থেকে রেজিস্ট্রেশন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। আগামী ১৫ মার্চ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাবর্তন অনুষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের ১১টি উপ-কমিটি ও কোর-কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই ৫ম সমাবর্তন অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। অংগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন ফিস ও অন্যান্য তথ্যাবলী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আয়োজনের এক সভা চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে এবং সমাবর্তন উদযাপন কমিটির সদস্য-সচিব ও চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালনায় উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্টবৃ, প্রক্টর ও অন্যান্য দায়িত্বশীল শিক্ষক উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top